জাতীয়

রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

রাশিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান (বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি)।

Advertisement

শুক্রবার (২৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২০ অক্টোবর সস্ত্রীক ও দুই সফরসঙ্গীসহ তিনি মিনিস্ট্রি অব ডিফেন্স, দ্য রাশিয়ান ফেডারেশন ও ফেডারেল সার্ভিস অব মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশন (এফএসএমটিসি) অব রাশিয়ার সরকারি সফরে সে দেশে গিয়েছিলেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান কমান্ডার ইন চিফ অব দি এরোস্পেস ফোর্সেস, রাশিয়ান ফেডারেশন, জেনারেল সোরোবিকিন সার্গে ব্লাদিমিরোবিচের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

Advertisement

এছাড়াও তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্টের মহাপরিচালক ও ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানির (এনএএসসি) প্রতিনিধির সঙ্গে সৌজন্যসাক্ষাৎ ও পেশাগত বিষয়ে আলোচনা করেন।

রাশিয়ায় অবস্থানকালে বিমানবাহিনী প্রধান বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের প্রোডাকশন প্ল্যান্টসহ দেশটির বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

এছাড়া এ সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। ফলে বিমানবাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা ও সক্ষমতা বাড়ানোর বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।

বিমানবাহিনী প্রধান রাশিয়া সফর শেষে দেশে ফেরার আগে আমিরাতে অনুষ্ঠিত ‘দুবাই এক্সপো-২০২০’ পরিদর্শন করেন।

Advertisement

এআরএ/এএসএম