খেলাধুলা

পাক-আফগান ম্যাচে আর সংঘাত চান না রশিদ খান

পাকিস্তান দুটো ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করেছে, স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তানও। দুটো দলই যখন আজ দুবাইয়ে পরস্পর মুখোমুখি হবে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে। ম্যাচটি শুরু হবে বাংলাদশে সময় রাত ৮টায়।

Advertisement

এই ম্যাচ শুরুর আগে আফগান তারকা রশিদ খানের স্মৃতিতে ভেসে উঠছে ২০১৯ বিশ্বকাপের দুই প্রতিবেশির লড়াই। সেই স্মৃতি থেকেই ভক্তদের সতর্ক করে দিলেন এই আফগান লেগি।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের হেডিংলিতে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দুই দেশের ভক্ত-সমর্থকরা সহিংস হয়ে উঠেছিলো। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব নিয়ে রশিদ খানদের মাঠের বাইরে নিয়ে যান।

আজ দুবাইতে পাকিস্তান-আফগানিস্তান দুটো দলই সেমিতে যাওয়ার মিশনে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে। ম্যাচটি খুব উত্তেজনা ছড়াতে পারে দেখে দুই বছরের পুরনো স্মৃতি স্মরণ করে দুই পক্ষেরই ভক্তদের উদ্দেশ্য করে রশিদের আহ্বান, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই অনেক বড় কিছু। তবে এটাকে শুধুই খেলা হিসেবে দেখা উচিত। আমি আপনাদের ঠাণ্ডা মাথায় ম্যাচটি উপভোগ করতে অনুরোধ করছি।’

Advertisement

আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর রশিদদের টুর্নামেন্ট খেলতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সব শঙ্কা কাটিয়ে আফগানরা বিশ্বকাপে খেলছে।

দেশটির রাজনৈতিক পরিস্থিতি মাথায় না রেখে রশিদের বক্তব্য, ‘আমরা এখন শুধু বিশ্বকাপের কথাই ভাবছি। পাঁচ ম্যাচের প্রথমটিতে জিতেছি, বাকি চারটার মধ্যে তিনটায় জেতার লক্ষ্য আমাদের। অতীতে কি হয়েছে বা এখন কি হচ্ছে সেটা নিয়ে ভাবছি না।’

আইএইচএস/

Advertisement