খেলাধুলা

আমির ইস্যুতে শাস্তির মুখে হাফিজ-আজহার

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানো আমির ইস্যুতে শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি ও অভিজ্ঞ অল রাউন্ডার মোহাম্মদ হাফিজ। তেমন ইঙ্গিতই দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। নিউজিল্যান্ড সফর সামনে রেখে ২১ ডিসেম্বর লাহোরে শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। আর আমির এ ক্যাম্পে থাকায় জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেননি এ দুই খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, তিনি এর মধ্যেই আমিরের বিষয়টি নিয়ে কয়েকজন খেলোয়াড়ের সাথে আলোচনা করেছেন। হাফিজ আর আজহারের সাথে আবার কথা বলা হবে।তিনি আরও বলেন, তিনি চেষ্টা করবেন, শান্তিপূর্ণভাবে বিষয়টি নিরসন করতে। যদি না হয়, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।ম্যাচ ফিক্সিংয়ের শাস্তি শেষে আমির এখন পাকিস্তান দলে ঢোকার অপেক্ষায় রয়েছেন। কিন্তু তিনি ক্যাম্পে থাকায় তাতে অংশ নিতে রাজি হচ্ছেন না আজহার ও হাফিজ। এর আগেও আমিরের সাথে খেলতে রাজি হননি হাফিজ।এমআর/পিআর

Advertisement