সিরিয়ার দামেস্কয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরতলীতে অন্যতম প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠীর নেতা জাহরান আলুশ (৪৪) বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি আর্মি অব ইসলাম দলটির নেতা ছিলেন। শুক্রবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় এ হামলা চালায় সরকারি বাহিনী। আল জাজিরা অনলাইনের খবরে বলা হয়েছে, শুক্রবার বিমান হামলায় জাহরানসহ আরো পাঁচ নেতা নিহত হয়েছে। সিরিয়া সরকার এ হামলার দায় স্বীকার করেছে। অন্য একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার জঙ্গি বিমান এ হামলা চালিয়েছে। জাহরানের মৃত্যু বিদ্রোহী গ্রুপগুলির ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ তার নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছিল অস্ত্রে সুসজ্জিত প্রায় ২০ হাজার যোদ্ধা।জেডএইচ/পিআর
Advertisement