জোকস

আজকের জোকস : ২৬ ডিসেম্বর ২০১৫

একজন নতুন শিক্ষক তার স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করলেন- শিক্ষক : এই পাখিটার পা দেখো আর এটার নাম বলো।ছাত্র : জানি না স্যার!শিক্ষক : তুমি একটা বোকা, তোমার নাম বলো!ছাত্র : এই দেখো আমার পা, আর আমার নাম বলো!**** পরীক্ষায় প্রশ্ন এলো- শাহজাহান সম্পর্কে দু-লাইনে লেখো। ক্লাসের ফার্স্টবয় লিখলো, ‘যুদ্ধে হারিয়া শাহজাহান ভাঙিয়া পড়িতেন না।’তার ঠিক পেছনে বসে নকলে ভরসা রাখা ছাত্র লিখলো, ‘যুদ্ধে হারিয়া শাহজাহান জাঙিয়া পড়িতেন না।’****শিক্ষক : ঝন্টু, বল তো- ছেলেটি হাতির পিঠ থেকে পড়ে গেলো। এটি কোন পদ? ঝন্টু : আপদ। শিক্ষক : আর হাতি? ঝন্টু : বিপদ। ****শিক্ষক : নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে আমরা কী শিখলাম? ছাত্র : ক্লাসে বসে না থেকে গাছতলায় বসাই উচিত। ****শিক্ষক : বাবু বল তো নেপালের রাজধানী কোথায়? ছাত্র : জানি না, স্যার। শিক্ষক : তাহলে বেঞ্চের উপর দাঁড়াও। ছাত্র : স্যার, বেঞ্চের উপর দাঁড়ালে কি নেপালের রাজধানী দেখা যাবে?এসইউ/পিআর

Advertisement