খেলাধুলা

কোহলি-রোহিতদের ক্লাবে ফিঞ্চ

ওপেনিং সতীর্থ ডেভিড ওয়ার্নারের মতো দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তবে ওয়ার্নারের রানে ফেরার দিন ঝড় উঠল ফিঞ্চের ব্যাটেও। তাতে দারুণ এক কীর্তি গড়েছেন এই ডানহাতি ব্যাটার।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ক্রিকেটার হিসেবে আড়াই হাজার রানের মাইলফলক পার করেছেন ফিঞ্চ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিঞ্চের রান ছিল ২ হাজার ৪৭৩। এই রান নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে চামিকা করুণারত্নেকে দুটো চার মেরে শুরু করেন অজি অধিনায়ক।

এরপর দারুণ কিছু শট খেলা ফিঞ্চ ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে চামিরাকে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে নাম লেখান রেকর্ড বুকে। আড়াই হাজারি ক্লাবে থাকা ফিঞ্চবাদে বাকি চার ব্যাটার হলেন- বিরাট কোহলি, মার্টিন গাপটিল, রোহিত শর্মা ও পল স্টার্লিং।

এই তালিকায় সবার ওপরে আছেন রান মেশিন বিরাট কোহলি। ৫২.৭১ গড়ে ৩ হাজার ২১৬ রান নিয়ে অনুমিতভাবেই শীর্ষে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে তিন হাজার রান করার রেকর্ডও তো তারই দখলে।

Advertisement

কোহলির পরে এই তালিকায় থাকা বাকি তিন ব্যাটার যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৯৫৬), কোহলির সতীর্থ রোহিত রোহিত (২৮৬৪) ও আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিং (২৫৭০)। ফিঞ্চ সবে তাদের সঙ্গে যোগ দিলেও, গড়ের হিসাবে আবার কোহলির পরেই অবস্থান তার।

এসএস/জিকেএস