আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ অক্টোবর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

করোনায় একদিনে সাড়ে ৯ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও নয় হাজার ৫৭৬ জন, যা আগের দিনের তুলনায় দুই হাজার ১০১ জন বেশি। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও পাঁচ লাখ ১২ হাজার ৩৮২ জন, যা আগের দিনের তুলনায় ৮৮ হাজার ৫৪৫ জন বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে।

Advertisement

ফিলিস্তিনে বসতি স্থাপনে ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দায় জাপান

ফিলিস্তিনের ভূমিতে এক হাজার ৩০০ বসতি নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। দখলকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম এ বসতি স্থাপন করা হবে। ইসরায়েলের এমন সিদ্ধান্ত ও পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাপান। টোকিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বসতি স্থাপনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের বিরোধী এবং এ ধরনের পদক্ষেপের ফলে দুই রাষ্ট্রীয় সমাধানের নীতি দুর্বল হয়ে যাবে।

যুক্তরাজ্যের মাছ ধরার ট্রলার আটক করলো ফ্রান্স

যুক্তরাজ্যের মাছ ধরার একটি ট্রলার আটক ও আরেকটিকে জরিমানা করেছে ফ্রান্স। ব্রেক্সিটের পর মাছ ধরার সীমানা নিয়ে উত্তেজনা বেড়েছে দেশ দুইটির মধ্য। ফরাসি সমুদ্রবিষয়কমন্ত্রী অ্যানিক গিরার্দিন বলেছেন, লে হাভরেতে চেকিংয়ের সময় বোটগুলোকে সতর্ক করা হয়। তিনি বলেন, প্রথম ট্রলারটি সঠিক নিয়ম মেনে চলেনি তাই এটিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়টি আইন অমান্য করে ফরাসি জলসীমায় মাছ ধরছিল তাই এটিকে আটক করা হয়।

Advertisement

এবার চীনে তীব্র তেল সংকট, পাম্পে গড়ির দীর্ঘ লাইন

চীনের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র তেল সংকট। তেল বিক্রির ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে রেশনিং পদ্ধতি অর্থাৎ কে কতটুকু তেল এক সঙ্গে কিনতে পারবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা কমে যাওয়ার পর দেশটির পেট্রোল স্টেশনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

আংশিক লকডাউন মস্কো

রাশিয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ফলে আংশিক লকডাউন জারি করেছে মস্কো। আগামী ১১ দিনের জন্য দেশটিতে অনাবশ্যক সব ধরনের সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর মধ্যে গত কয়েকদিন ধরে রাশিয়ার পরিস্থিতি বেশ খারাপ। নিজেদের দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরির পরও রাশিয়ায় ভ্যাকসিন গ্রহণের হার খুবই কম।

সুদানের ৬ রাষ্ট্রদূতকে অব্যাহতি সামরিক বাহিনীর

সুদানের ক্ষমতাসীন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, কাতার ও ফ্রান্সে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত এবং সুইজারল্যান্ডের জেনেভা শহরে দেশটির মিশন প্রধানকে অব্যাহতি দিয়েছে। এছাড়া অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে দেশটির ক্ষমতা দখলে নেওয়া সামরিক বাহিনী। যদিও অভ্যুত্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপ অব্যাহত রয়েছে।

বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তান, রেঞ্জার্স নামাচ্ছে ইমরান সরকার

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত উগ্র ডানপন্থি দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) বিক্ষোভ দমনে মাঠে নামানো হচ্ছে সুপ্রশিক্ষিত রেঞ্জার্স সদস্যদের। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ ঘোষণা দিয়েছেন, পরবর্তী ৬০ দিন পাঞ্জাবে বিপুল সংখ্যক রেঞ্জার্স মোতায়েন থাকবে। তার এই ঘোষণায় স্পষ্ট যে, উদ্ভূত পরিস্থিতি পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা পাকিস্তানে।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমা কূটনীতিকদের সাক্ষাৎ

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রসহ অন্তত এক ডজন পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বুধবার এ খবর জানিয়ে বলেছেন, দোহায় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন মিশনের প্রধান ইয়ান ম্যাকক্যারি।

মার্কিন বিরোধিতার পরও ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণে অনড় ইসরায়েল

যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করেই পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে এগোচ্ছে ইসরায়েল। বুধবার (২৭ অক্টোবর) ফিলিস্তিনি ভূমিতে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে দখলদাররা। খবর রয়টার্সের।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণ ও ১ হাজার ৮০০ বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে। মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা তা এখন নির্ভর করছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের ওপর।

আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে মিয়ানমার: বাইডেন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান পরবর্তী ‘ট্রাজেডিতে’ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সংকট সমাধানে দ্রুত মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে তিনি। বুধবার (২৭ অক্টোবর) মিয়ানমার ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এমএসএম/জেআইএম