দেশজুড়ে

নন্দন কানন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার তিন নম্বর বুড়িঘাট ইউনিয়নের নাঙ্গেলপাড়া নন্দন কানন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বুদ্ধমূর্তিদান, সংঘদান, কঠিন চীবরদান, অষ্ট পরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, হাজার বাতিদান, ফানুসবাতি উৎসর্গসহ পিণ্ডদান অনুষ্ঠিত হয়।

Advertisement

অনুষ্ঠানের শুরুতে ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ভক্তরা। পরে দানোৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয় নানান আনুষ্ঠানিকতা। দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন জয়দেব চাকমা।

এ সময় স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সুশীল কান্তি চাকমা। শুভেচ্ছা বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা। নির্পূণা চাকমা ও রুনেল চাকমার পরিচালনায় অনুষ্ঠানে বিশ্বের মঙ্গল প্রার্থনায় শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন স্মৃতি চাকমা।

অনুষ্ঠানে উ-পঞ্ঞা মহাথেরো ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক।

Advertisement

আগত পুণ্যার্থীদের উদ্দেশে ধর্ম দেশনা দেন কামাড়পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ উ-পঞ্ঞা বংশ মহাথেরো।

শংকর হোড়/ইউএইচ/জেআইএম