ফিচার

বাণী-বচন : ২৬ ডিসেম্বর ২০১৫

বাণী:বিদ্যাবিদ্যা মানুষের বিশ্বস্ত বন্ধু।– লর্ড হ্যালিকাসবিদ্যার গূঢ় রহস্যই হল শিক্ষার্থীদের সম্মান করা।– ইমারসনযুদ্ধ করার চেয়ে সন্ধি করার বিদ্যাটা ঢের বেশি দুরুহ।– রবীন্দ্রনাথ ঠাকুরবিদ্বান লোকই বড় কুড়ে, সে পড়াশোনা করেই সময় নষ্ট করে।– জর্জ বার্নাড শপ্রত্যেক মুসলমানের ওপর বিদ্যা অর্জন করা ফরজ।– আল হাদিসবচন:কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। অর্থ : শ্রম ছাড়া কোনো কিছু পাওয়া যায় না- এ কথা বোঝাতে বলা হয়। এইচআর/পিআর

Advertisement