আইন-আদালত

নারী সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচার: জামিন মেলেনি সাংবাদিক জাকিরের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শুনানি শেষে তার তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

Advertisement

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরা এলাকার নিজ বাসা থেকে জাকির হোসেন ইমনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নারী সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এ মামলা হয়।

সাংবাদিক ইমন তার সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য `গণমাধ্যমের কালোবিড়াল’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এছাড়াও একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে গ্রেফতারের পর রাতভর জিজ্ঞাসাবাদে ইমন নিজেই এসব কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

Advertisement

জেএ/জেডএইচ/এএসএম