নোয়াখালীর বেগমগঞ্জে সহিংসতার তিন মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে একটি হত্যা ও দুটি মন্দিরে হামলার মামলা রয়েছে।
Advertisement
বুধবার (২৭ অক্টোবর) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশে বেগমগঞ্জ থানার ২৭, ২৯ ও ৩১ নম্বর মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে ইসকনের দুটি হত্যা, ব্যাংক রোড় ও কলেজ রোড়ের মন্দির ভাঙচুরের মামলা রয়েছে।
এদিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুনীর আইনশৃঙ্খলা এখন স্বাভাবিক রয়েছে। মন্দিরসহ উপাসনালয় ও বিশেষ বিশেষ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Advertisement
এর আগে ১৫ অক্টোবর জুমার নামাজের পর কুমিল্লায় কোরআন শরীফ অবমাননাকে কেন্দ্র করে চৌমুহনীতে সাতটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। এতে দুই জনের মৃত্যু হয়।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম