প্রাণঘাতী করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (২৭ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। সন্দেহজনক রোগী ৪৫ জন।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নয়জন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৬১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ।
Advertisement
ফয়সাল আহমেদ/আরএইচ/এমএস