দেশজুড়ে

সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যায় দুই যুবকের যাবজ্জীবন

 

সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলছাত্রী হত্যায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন (৩৫) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের মোতালেব হোসেন (৩০)। মামলার পর থেকে মোতালেব পলাতক।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আবদুর রহমান জানান, আসামি মোতালেব হোসেন কামারখন্দের কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। এসময় স্কুলছাত্রীর সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম তাকে হত্যার পরিকল্পনা করেন। এ পরিকল্পনায় মোতালেবকে যুক্ত করা হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ইসলাম স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে হত্যা করে।

Advertisement

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা কামারখন্দ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করে আদালত।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমএস