জাতীয়

শুভ বড়দিন উপলক্ষে দেশবাসীকে ছাত্র যুব ঐক্য পরিষদের শুভেচ্ছা

শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের নেতারা।সংগঠনের সভাপতিত্রয় নির্মল কুমার চ্যাটার্জী, প্রশান্ত কুমার বড়ুয়া, উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী ও সাধারণ সম্পাদক রমেন মন্ডল বৃহস্পতিবর এক যৌথ বিবৃতিতে শুভ বড়দিন উপলক্ষে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে তারা বলেন, মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সকল ধর্মের আদর্শকে ধারণ করেই আমাদের এগোতে হবে। কারণ সব ধর্মেই মানুষের কল্যাণের বাণী রয়েছে। আর এই বাণীর তাৎপর্য মেনে চললে এক শোষণহীন ধর্মনিরপেক্ষ সার্বজনীন সমাজ প্রতিষ্ঠিত হতে পারে।একে/এমএস

Advertisement