জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। এর আগের বিশ্বকাপগুলোতে আশা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশ করেছে বাংলাদেশ দল। তবে এবার ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ভালো কিছু করার প্রত্যয় প্রকাশ করেন দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ প্রস্তুতি ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘যেহেতু দেশের মাটিতে বিশ্বকাপ, শেষ বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারিনি। তাই এবার আমাদের আশা অনেক বেশি। এর আগে কখনো মূল পর্বে খেলিনি। দেশের মাটিতে আমাদের একটা সুযোগ রয়েছে মূল পর্বে খেলার এবং চ্যাম্পিয়ন হওয়ার। আমরা যদি সঠিক নিয়মে থাকি, বিগত দুই বছর যে অনুশীলন করেছি, যে কষ্ট করেছি তা থেকে যদি আমরা নিজেরা সেরাটা দিতে পারি তাহলে ইনশাল্লাহ এবার ভালো কিছু আসবে।’বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিতে দারুণ খুশি মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এমন তিনটা ম্যাচ জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। বিগত যে সকল সিরিজগুলো খেলেছি, দেশে খেলেছি-বিদেশে খেলেছি, তাতে আমাদের লক্ষ্য তাড়া করায় সমস্যা ছিল। এখানে দুটি ম্যাচে রান তাড়া করে জিতেছি। এটা বিশ্বকাপে আমাদের অনেক সাহায্য করবে।’ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে চিন্তিত মিরাজ। তবে শেষ দিকে টপ অর্ডার ব্যাটসম্যানদের রানে ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে এই অলরাউন্ডারের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যে দুর্বলতা আছে, বিশেষ করে ব্যাটসম্যানরা ভালোভাবে ফর্মে নেই। শেষ সিরিজগুলোতে, বিশেষ করে ভারত এবং দক্ষিণ আফ্রিকায় যেভাবে খেলেছি এখনও সেভাবে খেলতে পারছি না। তবে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান ফিরতে শুরু করেছে। আগের ম্যাচে সাইফ হাসান একা ম্যাচ জিতিয়েছে, এই ম্যাচে ইমন ১০০ রান করছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। ওপেনাররা যদি ভালো খেলে, মিডেল অর্ডারে আমি আছি, শান্ত আছে, জাকির আছে। এরা যদি একটু দায়িত্ব নিয়ে খেলে, ভালো ফিনিশিং দিতে পারে তাহলে আমাদের সব দিক ভালো থাকবে।’তবে দলের মূল শক্তি স্পিন বলে জানান মিরাজ। শাওন গাজী, সাঈদ সরকার, সঞ্জিত শাহর সঙ্গে তিনি যে কোন দলকে ধসিয়ে দিতে পারেন বলেও জানান তিনি। পাশাপাশি পেস বোলিংও ভালো বলে উল্লেখ করেন অধিনায়ক।আরটি/আইএইচএস/এমএস
Advertisement