আইন-আদালত

ইসলাম সত্য ও সুন্দরের পথ দেখায় : প্রধান বিচারপতি

ইসলাম একটি শান্তির ধর্ম, এই ধর্ম মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায় বলে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। তবে ধর্মের ভুল ব্যাখায় মানুষদের মধ্যে বিভেদ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট মাজার মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।তিনি বলেন, নবী রাসুলগণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। কিছু ধর্মান্ধ উগ্রপন্থির আচরণে সারা বিশ্ব জুড়ে বিশেষ করে পশ্চিমাদের দৃষ্টিতে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। তিনি দেশ ও শান্তির লক্ষ্যে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।    এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন; হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন প্রমুখ।এফএইচ/এসএইচএস/এমএস

Advertisement