দীপংকর দীপক
Advertisement
যেহেতু আপনার নামের মধ্যে ইংরেজি ‘এ’ বর্ণটি আছেযেহেতু ‘এ ফর অ্যাপল’কে ধ্রুব সত্য মেনে নিয়েছেন শৈশব থেকে সেহেতু আপনার জীবনগতিতে এ আর আপেল—ধ্রুবক বটে
গাণিতিক এই সত্য মেনে নিয়ে—এবার ভাগ্যের ফল ভোগ করার জন্য প্রস্তুত হোন—
আপনি জানেন, এই আপেল মাথায় পড়ে নিউটন হয়েছেন—অত বড় বিজ্ঞানী এই আপেলের গুণেই স্টিভ জবস হয়েছেন পৃথিবীর সেরা ধনী আর নিষিদ্ধ আপেল খেয়ে প্রথম মানবী ইভ হয়েছেন স্বর্গচ্যুত এই আপেলের কারণেই ট্রয় নগরী হয়েছে—ছারখার
Advertisement
তাই এ আকৃতির আপেলের মধ্যেই রয়েছে ভালো-মন্দ, সুখ-দুঃখের শুভ-অশুভ শক্তি
আর যেহেতু আপেল আকৃতির এ বর্ণটি আপনার নামের সঙ্গে জুড়ে আছে ওতপ্রোতভাবে তাই অজান্তেই আপনার মধ্যে ঢুকে পড়েছে আপেলের প্রেতাত্মা
আমি আত্মা মানি নে—কিন্তু আপনি তো মানেন...
আর যেহেতু আপনি আপেল ভালোবাসেন, নিয়মিত খান-টানও বটে তাই আপনার উপর নিশ্চয়ই ভর করে আছে আপেলের ভৌতশক্তি
Advertisement
আর যেহেতু এই কবিতা পড়ে জেনে গেছেন—আপেলের গুপ্তশক্তির রহস্য সেহেতু আপনার নিস্তার নেই আরআজ রাতেই পেয়ে যাবেন প্রেতাত্মিক বর হয় সুখ, নয় দুঃখ; কিংবা ভালো-মন্দ—এই খবরে আপনার দিন শুরু হবে কাল...
সুতরাং সাধু সাবধান!
এই কবিতা পাঠের ফল ভোগের প্রস্তুতি নিয়েই আজ রাতে বিছানায় যাবেন—কিন্তু!
এসইউ/জিকেএস