রাজনীতি

খালেদা পেট্রলবোমা ছেড়ে ইলেকশন বোমাতে এসেছেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘খালেদা জিয়া যখন বুঝতে পেরেছেন পেট্রলবোমা দিয়ে কাজ হচ্ছে না, তখন তিনি আসছেন ইলেকশন বোমাতে। ইলেকশন বোমাতে এসে তিনি এখন কুটনৈতিকদের কাছে ধর্ণা দিচ্ছেন।’বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ।সুরঞ্জিত বলেন, ‘খালেদা কুটনৈতিকদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরছেন। তাই আমি বলতে চাই ‘আপনি কি ইলেকশনে থাকবেন? আপনি ইলেকশনে এসেছেন ঠিকই। আসল কথা বুঝিয়ে বলুন, আপনি ইলেকশনে থাকবেন? কিংবা আপনি ইলেকশনে থাকছেনই বা কোন দিন। আপনাদেরতো শেষে একটাই কথা ‘নির্বাচন করবেন না’।’তিনি বলেন, ‘আজ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আজ যদি তার সঙ্গে আব্দুর রাজ্জাকের মতো একজন দেশ প্রেমিক লোক থাকতো তাহলে বাংলাশের মানুষের আজ কি অবস্থাই না হতো। আমরা কোথায় চলে যেতাম তা বলার অবকাশ থাকে না।’আলোচনা সভায় আওয়ামী লীগের এ নেতা আব্দুর রাজ্জাকের নামে একটি গবেষণা পরিষদ গঠনের দাবি জানান। তিনি বলেন, আব্দুর রাজ্জাকের জীবনী আর বাংলাদেশের সংগ্রামের জীবন এক ও অভিন্ন। তাই আমাদের আব্দুর রাজ্জাকের মতো বিশাল সম্পর্ক, বিশাল দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক দেশ প্রেমিক হতে হবে।’আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদ্যস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।এমএইচ/একে/এমএস

Advertisement