তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘৭১ এ পাকিস্তান এবং ৭৫ এ সামরিক জান্তাদের সঙ্গে যেভাবে আপোষ করা হয়নি। যেভাবে রাজাকার, জঙ্গি সমর্থিত খালেদার সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা আপোষ করিনি। তেমনি ক্ষমতাচ্যুত খালেদা-জামায়াত জঙ্গি চক্রকে ধ্বংস করার ক্ষেত্রে কোনো আপোষ নেই। এই যুদ্ধ চলবে।’আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ।মন্ত্রী বলেন, ‘ক্ষমতাচ্যুত খালেদা-জামায়াত জঙ্গি চক্র বাংলাদেশকে নিয়ে এখন চক্রান্ত করার চেষ্টা করছে। এ চক্রান্ত ধ্বংস করার পরেই কেবল বাংলাদেশ নিরাপদ, উন্নয়ন, গণতন্ত্র এবং অসম্প্রদায়িকতার পথে এগিয়ে যাবে।’তিনি বলেন, ‘রাজাকার এবং জঙ্গিবাদী চক্র খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালে যখন বাংলাদেশ দখল করে নিল তখন এ যুদ্ধাপরাধী, রাজাকার এবং জঙ্গিবাদী চক্রের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধারের যে সংগ্রাম চলছিল আব্দুর রাজ্জাক সে সংগ্রামে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলেন। সে সংগ্রামের ফলে রাজাকার এবং যুদ্ধাপরাধীরা ক্ষমতাচ্যুত হয়। তাই এদের ধ্বংসের যুদ্ধ চলবে। আমাদেরও আব্দুর রাজ্জাকের মতো এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।’আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদ্যস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।এমএইচ/একে/এমএস
Advertisement