মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার। ১০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা১৮৬৩- জেনেভায় সংগঠিত হয় বিশ্ব রেড ক্রস।১৮৬৩- ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।১৯৩৪- মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।১৯৩৬- মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু হয়।১৯৫৬- আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠিত হয়।১৯৭১- চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জন্ম ১৮৭৩- অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর এ কে ফজলুল হক। পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিত লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এবং 'হক সাহেব' নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। এ কে ফজলুল হকের মৃত্যু ২৭ এপ্রিল ১৯৬২ সালে। ১৮৮১- বীরেন্দ্রনাথ শাসমল, জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা। ১৮৮৮- মোহিতলাল মজুমদার, বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি ও সাহিত্য সমালোচক।১৯৭২- বাংলা চলচ্চিত্র অভিনেতা রিয়াজ।১৯৭৪- ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক মডেল রবিনা ট্যান্ডন।
মৃত্যু১৯১৭- বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন। তিনি ছিলেন একজন বাঙালি চিত্রগ্রাহক, যাকে সাধারণত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে গণ্য করা হয়। এছাড়া তাকে ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপনবিষয়ক চলচ্চিত্রের নির্মাতা বলেও গণ্য করা হয়। সম্ভবত ভারতের প্রথম রাজনীতিক ছবিও তিনিই বানিয়েছিলেন। ১৯১৭ সালে এক অগ্নিকাণ্ডে তার তৈরি সকল চলচ্চিত্র নষ্ট হয়ে যায়। ১৯৭৭- বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও গায়ক জ্যোতিরিন্দ্র মৈত্র।২০০৭- নোবেল পুরস্কারপ্রাপ্ত আমেরিকান প্রাণরসায়নী আর্থার কর্ণবার্গ।
Advertisement
কেএসকে/জিকেএস