আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বিশ্বে একদিনে মৃত্যু ৪৭১১, শনাক্ত ৩২০০৯৮
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাশিয়াতেই মৃত্যু হয়েছে এক হাজার ৭২ জনের। একই সময়ে বিশ্বে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৯৮ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৮৮১ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে পাঁচ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়। ওই সময়ে আক্রান্ত হন তিন লাখ ৭৪ হাজার ২৭৪ জন।
সামরিক অভ্যুত্থানের পর সুদানে জরুরি অবস্থা জারি
Advertisement
সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবার সুদানে জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি সার্বভৌম পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকারও ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
জার্মানিতে আইএসের নারী সদস্যের ১০ বছরের কারাদণ্ড
জার্মানির মিউনিখের একটি আদালত আইএসের একজন নারী সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ৫ বছর বয়সী এক ইয়াজিদি শিশুকে তিনি ও তার স্বামী প্রখর রোদে বেঁধে রেখে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়। জানা গছে, ওই নারী জার্মানির নাগরিক হলেও পরবর্তীসময়ে ইসলাম গ্রহণ করে আইএসে যোগ দেয়।
ক্যানসার রোগী-শিশুসহ ১৩ জনকে আটক ইসরায়েলি বাহিনীর
Advertisement
ক্যানসার আক্রান্ত রোগী ও দুই শিশুসহ সোমবার (২৫ অক্টোবর) ১৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীর এবং আল-কুদসের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় তাদের। ইসরায়েলি সেনারা রামাল্লাহ এবং আল-বিরেহ গভর্নরেটের আল-বিরেহ শহর থেকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা একজন শিক্ষককে গ্রেফতার করেছে বলে জানায় ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা।
হংকংয়ে বন্ধ হচ্ছে অ্যামনেস্টির কার্যালয়
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের দুটি কার্যালয় বন্ধ করতে যাচ্ছে। মানবাধিকার সংগঠনটি এর আগে ঘোষণা দিয়েছে যে, চলতি বছরের শেষে তারা সেখানে তাদের কার্যালয় বন্ধ করে দেবে। এরই মধ্যে রোববার থেকে তারা স্থানীয়ভাবে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
ভয়াবহ খাদ্য সংকটে পড়তে পারে আফগানিস্তান
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে এই শীতের মৌসুমে ভয়াবহ খাদ্য সংকটে পড়তে পারেন আফগানিস্তানের লাখ লাখ মানুষ। ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান।
টিএলপি’র ৩৫০ কর্মীকে মুক্তি দিলো পাকিস্তান
নিষিদ্ধ ঘোষিত ডানপন্থি দল ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) দলের ৩৫০ কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মুক্তির খবর নিশ্চিত করেছেন। টানা চারদিন ধরে হাজার হাজার কর্মী দলটির প্রধানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে মুরিদকে শহরের কাছে সোমবার প্রধান সড়কে শত শত টিএলপি বিক্ষোভকারী অবস্থান নেয়। এরই মধ্যে সরকার এবং দলটির নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
পাকিস্তানের কাছে হার: পাঞ্জাবে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত লজ্জাজনকভাবে হারার পরপরই পাঞ্জাবে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পাঞ্জাব পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, রোববার (২৪ অক্টোবর) রাতে পাঞ্জাবের ভাই গুরুদাস ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে। তবে ফ্রি প্রেস কাশ্মীর জানিয়েছে, এদিন পাঞ্জাবের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।
আরও প্রায় দেড় হাজার অবৈধ বসতি নির্মাণ করবে ইসরায়েল
পশ্চিম তীরে আরও প্রায় দেড় হাজার বসতি নির্মাণ করার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। একের পর এক এভাবে ফিলিস্তিনের জমি দখল করে অবৈধ বসতি নির্মাণের ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা এবং বিভিন্ন শান্তি কর্মীরা। এমনকি নতুন করে বসতি নির্মাণের ঘোষণায় ইসরায়েলের সমালোচনা করেছে প্রতিবেশী জর্ডানও। খবর আল জাজিরার। রোববার পশ্চিমতীরে আরও ১ হাজার ৩৫৫টি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ডানপন্থি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরকারের নির্মাণ ও আবাসন মন্ত্রণালয়।
‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে পাপ করেছে আরব দেশগুলো’
আরব বিশ্বের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা পাপ করেছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, গত বছর যেসব দেশ এই পাপ করেছে তাদের উচিত এই চুক্তি থেকে থেকে ফিরে আসা। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর হয়।
এমএসএম/এমএস