দেশজুড়ে

কনস্টেবল নিয়োগের কথা বলে টাকা গ্রহণকালে প্রতারক আটক

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই পরীক্ষা চলাকালে এক চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার সময় হাসান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ।

Advertisement

সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় পুলিশ লাইন্স নওগাঁর এক নম্বর গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হাসান জেলার পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের মৃত বারিক মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নওগাঁয় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা চলছিল। এ সময় হাসান এক প্রার্থীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা নেন। ডিবি পুলিশের নজরদারিতে থাকা অবস্থায় টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার অন্য সহযোগী ও টাকা প্রদানকারী চাকরি প্রার্থী কৌশলে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের পরিদর্শক কে এম শামসুদ্দিন বলেন, এ বিষয়ে প্রতারক হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Advertisement

আব্বাস আলী/ইউএইচ/এএসএম