ক’দিন আগেই তোলপাড় ফেলা মন্তব্যটা করেছিলেন অ্যাঞ্জেলি ডি মারিয়া। বলেছিলেন, টাকা থাকলেই মেসিকে কেনা সম্ভব। আর মেসির মত ফুটবলারকে কিনতে হলে যে পরিমান অর্থের প্রয়োজন, সে পরিমান অর্থ নিশ্চিতভাবেই তার ক্লাব পিএসজির রয়েছে।এবার মেসিকে ‘কেনা সম্ভব’ বলে মন্তব্য করলেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি গোলরক্ষক উইলি ক্যাবালেরো। তিনি একেবারে ‘কোন সন্দেহ’ নেই শব্দ দুটি উচ্চারণ করে বুঝিয়ে দিলেন, ম্যানসিটি যে কোন সময় চাইলেই যেন মেসিকে ন্যু ক্যাম্প থেকে নিয়ে আসতে পারবে ম্যানসিটিতে।টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি বার্সেলোনার হয়ে রেকর্ড ৪২৪টি গোল করেছেন। বিশ্বসেরা এই ফুটবলারকে নেয়ার জন্য বেশ আগে থেকেই প্রতিযোগিতায় রয়েছে ম্যানসিটি, চেলসি এবং পিএসজি। তবে এই প্রতিযোগিতায় ম্যানসিটি যে কারণে সবার চেয়ে এগিয়ে, সেটা হলো বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। বার্সা ছেড়ে জার্মান ক্লাব বায়ার্নে যোগ দেয়া পেপ গার্দিওলাকে নেয়ার পথে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন করে রেখেছে সিটি। গার্দিওলা এলে যে মেসিকে আনা যাবে সেটা অনেকটাই নিশ্চিত যেন ম্যানসিটি।ম্যানচেস্টারের এই ক্লাবটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো এবং ফুটবল ডিরেক্টর জিকি বেজিরিস্টেইন যেন জানেনই যে, গার্দিওলাকে নিয়ে আসতে পারলে, মেসিকেও আনা সম্ভব। এমনকি সার্জিও আগুয়েরোও জানিয়েছেন, তিনি চেষ্টা করলে হয়তো বন্ধু মেসিকে ম্যানসিটিতে স্বাক্ষর করানো সম্ভব হবে।ম্যানসিটি গোলরক্ষক ক্যাবালেরোর সূত্রও কিন্তু ওই সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বরাত দিয়েই এমন ‘নিশ্চিত’ হয়ে কথা বলছিলেন তিনি। ‘এটা এমন একটি বিষয়, যা নিয়ে অনেক কথা ইতিমধ্যে বলা হয়ে গেছে। এমনকি এটা এমন কোন বিষয় নয় যে তা নিয়ে চিন্তা করা যাবে না কিংবা কোন কথা বলা যাবে না। সবচেয়ে বড় কথা হলো কুন (আগুয়েরো) যখন আমাদের ক্লাবে খেলেন এবং তার সবচেয়ে কাছের বন্ধু হলেন মেসি (তখন তাকে নিয়ে আসার কথা তো বলাই যায়)’- বললেন ক্যাবালেরা।তবে গুঞ্জণ বিষয়টার সঙ্গে ঠিক একমত নন ক্যাবালেরা। তিনি বলেন, ‘মেসি ম্যানসিটিকে স্বাক্ষর করুক আর না করুক- বিষয়টা মোটেও গুঞ্জন নয়। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি, মেসিকে স্বাক্ষর করানো সম্ভব। কারণ, এই ক্লাবটির (ম্যানসিটি) অর্থনৈতিক শক্তি অনেক বেশি। অনেক দামি খেলোয়াড় কেনা, কিংবা অনেক দাম দিয়ে কাউকে কেনা এই ক্লাবের পক্ষে অসম্ভব কিছু নয়। এ কারণেই ম্যানসিটি চেষ্টা করছে মেসিকে স্বাক্ষর করানোর জন্য।’আইএইচএস/এমএস
Advertisement