রাজনীতি

পৌর নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জামায়াতের

পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহঃস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানায় আদালত কর্তৃক নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল হওয়া এ রাজনৈতিক দলটি। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জোনারেল শফিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিটিতে বলা হয়, নির্বাচন কমিশন যদি আসন্ন পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে না পারে তাহলে দেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।তিনি বলেন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের সরকারের প্রতি আজ্ঞাবহ ভূমিকা দেখে জনগণ বিস্মিত ও হতাশ হয়েছে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও নেতাদের গণহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন অসহায় হয়ে পড়ে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে। তা সত্ত্বেও সরকারি দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং নেতারা গণহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে। অথচ নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।তিনি আরো বলেন, দেশবাসীর আশা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনে তাদের ভোট দিতে সক্ষম হবেন এবং নির্বাচনের মাধ্যমে সত্যিকারভাবে জনমতের প্রতিফলন ঘটবে।বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘সকল প্রার্থীদের জন্য প্রচারের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানতে বাধ্য করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত করার পরিবেশ নিশ্চিত করার জন্য বাস্তবমুখী কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। যা কারো জন্যই কল্যাণকর হবে না।’এএম/এসএইচএস/এমএস

Advertisement