পৌরসভা নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের উপর হামলা, নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন অভিযোগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিবউদ্দীন আহমদের সঙ্গে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসির সাথে সাক্ষাত করে।জাপা প্রতিনিধি দলে থাকা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি বলেন, আমরা ১৫০০ ঝুকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়েছি। এসব কেন্দ্রে পর্যান্ত নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরো জোরদার করতে হবে। এসব ঝুকিপূর্ণ প্রতি কেন্দ্রে একজন করে মেজিস্ট্রেট নিয়োগ দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা আমাদের প্রার্থীদের উপর হামলা করছে। ভয়ভীতি দেখাচ্ছ। নির্বাচন থেকে সরে আসার জন্য বাধ্য করছে। আমরা কয়েকটি নির্দিষ্ট অভিযোগ করেছি। সিইসি এসব ব্যপারে ব্যবস্থা নেবেন বলে আশস্ত করেছেন।নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করতে পারে না। এর মাধ্যমে বিএনপি রাজনৈতিক দেউলিয়ার পরিচয় দিয়েছে।প্রতিনিধি দলে আরো ছিলেন; দলের প্রেসিডয়াম সদস্য সাইদুর রহমান টেপা, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া ও নুরুল ইসলাম নুরু। এইচএস/এসএইচএস/এমএস
Advertisement