জাতীয়

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

মঙ্গলবার সকাল থেকে আগামীকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে।অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশী উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে যা ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে যা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে যা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬ টা ১৬ মিনিটে।

Advertisement