কক্সবাজারের টেকনাফে বিজিবি ও ইয়াবা পাচারকারীর মধ্যে হামলা ও গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। নিহতের নাম মো. দরবেশ (২০)। তার বাড়ি মিয়ানমারের মংডু ডেইল পাড়া এলাকায় বলে জানা গেলেও বাবার নাম জানাতে পারেনি বিজিবি। ২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তার নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একদল বিজিবির জওয়ান টেকনাফের নাফ নদীর ৩ নং স্লুইচ গেইট এলাকা দিয়ে অভিযান যান। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪ জন নৌকা থেকে নেমে পার্শ্ববর্তী গ্রামের দিকে যাচ্ছিল। বিজিবি তাদের ধাওয়া দিলে পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে হামলা চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে ৫ রাউন্ড পাল্টা গুলি বর্ষণ করে। তিনি আরও বলেন, এ সময় অন্যরা পালিয়ে গেলেও ৩০ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমার মংডু ডেইল পাড়া এলাকার মো দরবেশ (২০) ও একই এলাকার দিল মোহাম্মদের ছেলে সলিম উল্লাহকে (১৮) ঘটনাস্থল থেকে আটক করা হয়। আহত ইয়াবা পাচারকারীকে বিজিবি উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুলিবিদ্ধ দরবেশকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার। তবে কক্সবাজার টেকনাফ মহাসড়কের লিংক রোড এলাকায় পৌঁছালে দরবেশ মারা যায়। দরবেশের মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন বিজিবি কর্মকর্তা। অপরদিকে, উদ্ধারকৃত ইয়াবারসহ গ্রেফতার মিয়ানমার নাগরিক সলিম উল্লাহকে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সায়ীদ আলমগীর/এসএস/এমএস
Advertisement