রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে তারা মারা যান।
Advertisement
রোববার (২৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। সন্দেহজনক রোগী ৩৪ জন, করোনায় আক্রান্ত আটজন ও উপসর্গ নিয়ে ১২ জন রামেকে ভর্তি আছেন।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৯টি নমুনা পরীক্ষায় একজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ৭৮ শতাংশ।
Advertisement
ফয়সাল আহমেদ/এসজে/এমএস