আইনস্টাইনের আলোর গতিশিক্ষক: এই উইন্ডোজ বলত, আইনস্টাইন কীভাবে আলোর বেগ পরিমাপ করলেন?উইন্ডোজ: স্যার, আমার যা মনে হয় আলো যেহেতু অনেক বড় জিনিস, মানে বিশাল জিনিস। সেহেতু আইনস্টাইন প্রথমে একটা দুইশ’ গজ ফিতা নিয়েছিলেন, তারপর...নান্টু: হয়নি স্যার। উইন্ডোজ কী ধরনের গাধা চিন্তা করেন! আরে আলো কি জামা-কাপড় যে ফিতা দিয়ে মাপব! আলো হলো আলুর মতো ভারী। তাছাড়া তখন গজফিতা আবিষ্কারই হয়নি। তাই তখন মাপামাপির কাজে দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল কোনো না।শিক্ষক: আহা! তোদের কী প্রতিভা! তোরা তো একসময় আইনস্টাইনকেও ছাড়িয়ে যাবি। বাহ!
Advertisement
****
উপমা মেয়ে নাকি গ্রামার?স্ত্রী: কয়েকদিন ধরে উপমা নামটা তোমার মুখ থেকে খুব শুনছি। বাবুকে পড়ানোর সময়ও বললে। মেয়েটা কে?স্বামী: আরে উপমা মেয়ের নাম নাকি? হা-হা-হা...।স্ত্রী: হাসি বন্ধ। আমার সঙ্গে চালাকি করবে না। উপমা মেয়ের না ছেলের নাম, তা বোঝার বয়স আমার হয়েছে। ছি ছি ছি, এ বয়সে তোমার ...!স্বামী: ওরে বাপুরে, উপমা হল বাংলা গ্রামারের একটা অংশ।স্ত্রী: চিটারি করার আর জায়গা পাও না, উপমা গ্রামারের অংশ! আমাকে তুমি গ্রামার শেখাও!স্বামী: তুমি দেখছি পাগল হলে, উপমা হল এক ধরনের বাক্য অলংকার।স্ত্রী: অলংকার! এর মধ্যে অলংকারও কিনে দেয়া হয়েছে! হায় হায় রে, আমার কপাল পুড়ল রে, আমি এখন কী করব...!
****
Advertisement
ঘর নিরাপদ রাখতে যে তালা উপযোগীক্রেতা: আরে ভাই, এটা কী তালা দিয়েছেন, সারা দুনিয়ার চাবি ঢুকালেই খুলে যায়! এমনকি সেফটিপিন ঢুকালেও খোলে!বিক্রেতা: তাহলে ভাই এই তালাটা নেন, আর সমস্যা হবে না।ক্রেতা: এটা ভালো তো?বিক্রেতা: ভালো মানে? এই তালা একবার মারলে এটার নিজের চাবি দিয়াও খোলা যায় না!
কেএসকে/এমএস