জাগো জবস

পেশা যখন মডেলিং

মডেলিং পেশায় আজকাল অনেক বেশি ছেলে-মেয়ে আসছেন। শুধু গ্ল্যামারের টান না, একটা ভালো রোজগার করে স্বাধীনভাবে বাঁচার জন্যও অনেকে এই পেশায় আসতে চান। এদের মধ্যে অনেকে সফল হন। আবার অনেকেই কিন্তু চোরাগলিতে হারিয়ে যান বা হতাশ হয়ে চলে যান অন্য কোন পেশায়। কারণ, পেশায় সফল হতে গেলে কী করতে হয়, সেটা না জেনে বা শিখে অনেকে শুধু একটা স্বপ্ন নিয়ে এখানে আসেন। ফলে স্বপ্ন ভেঙেও যায় তাড়াতাড়ি।সবার আগে দরকার কয়েকটা ভুলভাল ধারণা দূর করা। একটু লম্বা হলে আর খেয়ে না খেয়ে রোগা বা ‘সাইজ জিরো’ হলেই বাজিমাত- অনেক মেয়ে এ রকমটাই ভাবেন। আর ছেলেরা ধরে নেন লম্বা আর ভালো চেহারার সঙ্গে যদি কোনোভাবে একটা সিক্স প্যাক করে ফেলি, তাহলে আর পায় কে! এ রকম আরো বহু ভুল বা ভাসাভাসা ধারণা নিয়ে চলি আমরা।কারো কারো শরীর স্বাভাবিকভাবেই ছিপছিপে গড়নের। এদের শরীরের বিশেষ বৈশিষ্ট্যের জন্যেই অনেকটা খেলেও এরা মোটা হন না। এদের দেখাদেখি আপনি না খেয়ে রোগা হতে গেলে হাড়ের ভঙ্গুরতা সমেত নানা অসুখ শরীরে ডেকে আনবেন। আপনার মডেল জীবন শেষ হবে খুব তাড়াতাড়ি।মডেল হিসেবে সফল হতে গেলে কী করবেন? আসুন, আলোচনা করা যাক মনে রাখার মত কয়েকটি বিষয়-১. আপনার শরীরের স্বাভাবিক গড়ন বুঝে ব্যায়াম এবং বৈজ্ঞানিক খাওয়া-দাওয়ার মাধ্যমে নিজেকে আকর্ষণীয় ও ধারালো করে তোলাটাই আপনার লক্ষ্য হওয়া উচিত। ২. একই রকম ভাবে ছেলেদের বলি সিক্স প্যাক বানালেই সফল মডেল যদি হওয়া যেত, যেকোনো বডিবিল্ডারই তাহলে সবচেয়ে সফল মডেল হতেন। তবে ভালো মডেল হওয়ার জন্য অবশ্যই ব্যায়ামপুষ্ট সুন্দর চেহারা আপনাকে বাড়তি সুবিধা দেবে।৩. ছেলে ও মেয়ে- দু’দলের জন্যেই লম্বা হওয়াটা কাজ পেতে অনেক বেশি সাহায্য করে। বিশেষ করে ফ্যাশন শো অর্থাৎ র্যাম্প-ওয়াক, যেখানে মেয়েদের কাজের সুযোগ বেশি, সাধারণত সেখানে এই লম্বা হওয়াটা একটা বাড়তি সুবিধা দেয়।৪. তবে ভালো চেহারা বা ভালো দেখতে হলেই কিন্তু আপনা থেকে কাজ পাওয়া যায় না। ভালো মডেল হতে গেলে দরকার হাঁটা-চলার নানা কায়দা রপ্ত করা, শরীর এবং মুখের নানা ভঙ্গিমায় বিভিন্ন ভাব ফুটিয়ে তোলার ক্ষমতা থেকে শুরু করে মেক-আপ, পোশাক সম্পর্কে একটা ধারণা, ক্যামেরার সামনে দাঁড়ানো, এ রকম অনেক কিছু ঠিকঠাক শিখতে হবে। তার জন্য দরকার বিশেষ ট্রেনিং, পোশাকি ভাষায় যাকে ‘গ্রুমিং’ বলা হয়ে থাকে।৫. আপনি কত সুন্দর বা আপনার চেহারা কত আকর্ষণীয়, সেই নিয়ে দেখানদারি কিন্তু মডেল হিসেবে আপনার প্রধান কাজ না।৬. মডেলিং মানেই কিন্তু র্যাম্পে হাঁটা না। এর বাইরে মডেল হিসেবে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। তাই র্যাম্পে সুযোগ না পেলেও আপনার মধ্যে ভালো মডেল হওয়ার গুণ থাকলে বিজ্ঞাপনসহ নানা কাজে আপনি সুযোগ পেতে পারেন। ৭. ভালো মডেল হওয়ার জন্য একটু বিশেষ ধরনের অভিনয় দক্ষতা থাকা বেশ জরুরি। কারণ, যেহেতু একজন মডেলকে শরীরের ছন্দ এবং মুখের অভিব্যক্তিতেই হয়তো বিষয়বস্তুকে দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। অনেক প্রতিষ্ঠিত মডেলই পরবর্তী কালে অভিনয় জগতেও সফল হয়েছেন।৮. বিষয়বস্তুর দাবি মেটাতে; আপনার শরীর বা মুখশ্রী তার জন্য কতটা মানানসই, এটাই দেখা হয়।৯. ভালো মডেল হতে গেলে ভালো ফিটনেস থাকতেই হবে। ফিটনেস বলতে কিন্তু শুধু ভালো ফিগার বোঝায় না; বোঝায় এই কাজের ধকল সইতে পারার মত শারীরিক ও মানসিক ক্ষমতা। নানা পরিবেশে ঘরে বাইরে আপনাকে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হতে পারে। তা করার মত শারীরিক সক্ষমতা এবং মানসিকভাবে নিজেকে তাজা রাখার শক্তি আপনার বড় সম্পদ হতে পারে।১০. একটা ধারণা আছে- বয়স একটু বেড়ে গেলে আর মডেলদের বাজার থাকে না। কথাটা কিন্তু পুরোটা ঠিক না। আপনার মডেলজীবন কতটা স্থায়ী হবে তা নির্ভর করে আপনি নিজেকে ধরে রাখার ব্যাপারে কতটা মনোযোগী। যদি আপনি পেশাটা ভালোবাসেন, নিজেকে তৈরি রাখেন, আর আমোদ-প্রমোদ ও হুল্লোড়ে গা ভাসিয়ে নিজেকে নষ্ট করে না ফেলেন তাহলে আপনি অনেকদিন এই পেশায় কাজ করতে পারবেন, যা অনেক নামী মডেল করছেন।১১. মডেলিং করার পাশাপাশি সাজসজ্জা, মেক-আপ, অভিনয়, নাচের বিশেষ শিক্ষা যদি আপনার থাকে বা থাকলে ঝালিয়ে নিতে পারেন, তাহলে কাজের ক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন। আবার পরে মডেলিং যদি নাও করেন তাহলে ফ্যাশন ডিজাইনার, রূপচর্চা বিশেষজ্ঞ হয়ে এই জগতের সঙ্গে নিজেকে পেশাগতভাবে জড়িয়ে রাখতে পারবেন।এ রকম কয়েকটি কথা মাথায় রেখে যদি সঠিক বিশেষজ্ঞদের পরামর্শমত নিজেকে প্রস্তুত করেন, তাহলে সাফল্য আসবে। সবজান্তা ভাব দেখিয়ে নিজেকে বরবাদ করবেন না। আবার নিজের কোন খুঁত নিয়ে আত্মবিশ্বাস হারাবেন না। কেউ একশ’ ভাগ নিখুঁত না। যদি আপনি শেখেন নিজের খুঁতগুলোকে ছাপিয়ে কীভাবে নিজের চেহারা, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের আসল রূপকে তুলে ধরতে, তাহলে আপনার জন্য আপনার বৈশিষ্ট্য অনুযায়ী কাজ আছে। দরকার শুধু আন্তরিকতা আর শেখার ইচ্ছে।লেখক: মডেল ও অভিনেত্রীএসইউ/আরআইপি

Advertisement