ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে মো. জলিল মিয়া (৬০) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
Advertisement
জলিল মিয়া উপজেলার মন্দবাগ (উত্তর পাড়া) গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
শনিবার (২৩ অক্টোবর) দিনগত রাত পৌনে ১০টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৈরব র্যাব ক্যাস্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মন্দবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে জলিল মিয়াকে আটক করে র্যাব।
Advertisement
এরপর যাচাই-বাছাই করে জানা যায়, আটক জলিল মিয়া কসবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতারি ওয়ারেন্ট মূলে কসবা থানায় হস্থান্তর করা হবে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের।
আবুল হাসনাত মো. রাফি/এমএএইচ/