আন্তর্জাতিক

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নেতা ওবামা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম উঠে এসেছে। ওআরবি ইন্টারন্যাশনালের ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড লিডার ইনডেক্স’ শিরোনামে বিশ্বের ৬৫টি দেশে চালানো এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভির।জরিপে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া চতুর্থ স্থানে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের নাম উঠে এসেছে। পঞ্চম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ষষ্ঠ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন সপ্তম স্থানে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ অষ্টম। সৌদি আরবের বাদশা সালমানের অবস্থান নবম। দশম স্থানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।একই সঙ্গে বিশ্বের সবচেয়ে অধিক প্রশংসিত নেতা হিসেবে ওবামার নাম উঠে এসেছে। এসআইএস/আরআইপি

Advertisement