আন্তর্জাতিক

বিস্ফোরণে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে ডুবলো কাবুল

রহস্যময় বিস্ফোরণে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে অন্ধকারে ডুবে যায় গোটা শহর। ফলে জরুরি সেবা চালু রাখতে একমাত্র ভরসা হয়ে ওঠে জেনারেটরগুলো। খবর এএফপির।

Advertisement

এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে এটি যদি কোনো বিদ্রোহী গোষ্ঠীর হামলা হয়, তাহলে একসময় তালেবানের ব্যবহৃত কৌশলই এখন তাদের দিকে পাল্টা তীর হয়ে ফিরছে।

বৃহস্পতিবার ব্রেশনা পাওয়ার কোম্পানি তাদের গ্রাহকের পাঠানো এক বার্তায় বলেছে, কিছুক্ষণ আগে কাবুলের কালা মুরাদ বেগ এলাকায় বিস্ফোরণে একটি বৈদ্যুতিক পাইলন ধ্বংস হয়ে যাওয়ায় ২২০ কেভি আমদানি করা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে কাবুলসহ কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুতের জন্য আফগানিস্তান মূলত উত্তরাঞ্চলীয় প্রতিবেশী উজবেকিস্তান ও তাজিকিস্তানের ওপর নির্ভরশীল। ফলে আন্তঃদেশীয় বৈদ্যুতিক লাইনগুলো বিদ্রোহীদের কাছে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়।

Advertisement

বিগত ২০ বছর মার্কিন সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়েও এ ধরনের স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়েছে তালেবান। কিন্তু গত আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সশস্ত্র এ গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠন আইএস। ব্রেশনা জানিয়েছে, ঘটনাস্থলে প্রকৌশলীদের পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা সংযোগ মেরামতের কাজ শুরু করবেন। তবে শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত কাবুলে বিদ্যুৎ ফিরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কেএএ/এএসএম