ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১০৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার চকবস্তা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। এছাড়া জেলার আখাউড়া উপজেলার জাঙ্গাইল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১২-বিজিবি ব্যাটালিয়নের কসবা কোম্পানি কমান্ডার (জুনিয়র কর্মকর্তা) মো. আমিনুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল কসবা উপজেলার চকবস্তা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৬ কেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে একই সময়ে জেলার আখাউড়া উপজেলার জাঙ্গাইল সীমান্ত এলাকায় গঙ্গাসাগর বর্ডার আউটপোস্ট (বিওপি) কমান্ডার (জুনিয়র কর্মকর্তা) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির আরেকটি দল ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি
Advertisement