ধাঁধা :১. ‘আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে, তবুও সবাই কিন্তু ফল তারে বলে।’২. ‘আশ্চর্য এক কথা, শুনলে হাসি পায়। নিজে সে দেখে না, অপরকে দেখায়।’৩. ‘আগে পিছে পতি নিয়ে থাকে অবিরাম, মানুষ সে নয় কিন্তু সুস্বাদু ফল।’৪. ‘আচ্ছা বলো তো ভাই, কোন গাছের একটা পাতাও নাই।’উত্তর : ১. পরীক্ষার ফল২. চশমা৩. নাশপতি৪. হিজল গাছএসইউ/আরআইপি
Advertisement