রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চার ইউনিট কাজ করে।
Advertisement
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুনের ধোঁয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট। এরপর ১টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টিটি/এমআরআর/এমএস