প্রবাস

দ. কোরিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) উদ্বোধন করা হয় এ কার্যক্রমের।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এই দিনটিকে সিউলের জন্য আনন্দ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সিউলে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজ ও নিরাপদ হবে।

Advertisement

রাষ্ট্রদূত আরও বলেন, ই-পাসপোর্টে আধুনিক প্রযুক্তি ব্যবহার হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়বে। এছাড়া বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক হলো ডিজিটাল ইলেকট্রনিক পাসপোর্ট সেবা কার্যক্রম।

জেডএইচ/

Advertisement