আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
করোনা থেকে সুস্থ ২২ কোটি ছাড়ালো
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৩২ জন। আর ভাইরাস থেকে সেরে উঠেছেন তিন লাখ ৮৯ হাজার ৩১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয় ও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬২ হাজার ৪৬৮ জন।
বন্যায় ভারত-নেপালে মৃত বেড়ে ১৮৫
Advertisement
ভারতের উত্তরাখণ্ড-কেরালা রাজ্যে এবং নেপালে ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৮৫ জন মারা গেছেন। ব্যাপক ভূমিধসের ফলে অসংখ্য বাড়িঘর তলিয়ে অথবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। একই পরিবারের পাঁচজনসহ এ ঘটনায় নেপালে ৮৮ ও উত্তরাখণ্ডে মারা গেছেন অন্তত ৫৫ জন। দুই দেশেই এখনো নিখোঁজ রয়েছে বহু। ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভারতের কেরালা রাজ্যে মারা গেছেন ৪২ জন।
ইয়েমেন-সৌদিতে হামলায় নিরাপত্তা পরিষদের নিন্দা
লোহিত সাগরে নৌচলাচলে হুমকি ও ইয়েমেন উপকূলে বাণিজ্যিক জাহাজে ক্রমবর্ধমান হামলার জন্য হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইয়েমেনের মারিব এলাকায় সামরিক কার্যক্রম কমিয়ে আনা, আবিদা থেকে সব ধরনের অবরোধ তুলে নেওয়া এবং দেশব্যাপী দ্রুত যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার জন্য হুথিদের প্রতি আহ্বান জানানো হয়।
কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Advertisement
আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। বৃহস্পতিবার তিনি কাবুলে পা রাখেন। সেখানে তিনি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও আফগানিস্তানের নতুন তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তান, চীন এবং কাতারসহ বেশ কিছু দেশ শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে যাচ্ছে।
মিশরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৯
মিশরের রাজধানী কায়রোতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং একজন আহত হয়েছেন। বুধবার একটি ট্রাক এবং একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।মিশরের আল-আহরাম সংবাদমাধ্যম জানিয়েছে, নীল নদের তীরে একটি মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের ঘটনা ঘটে। তবে দেশটির অপর সংবাদমাধ্যম আকবার এল-ইয়ম জানায়, মহাসড়কে ট্রাকটি ভুল পথে যাওয়ার ফলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এবার নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ করলো দ.কোরিয়া
দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে। মহাকাশে নিজেদের কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে দেশটি। এবার মহাকাশে তাদের সে স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে।
নতুন চমক আনছেন ট্রাম্প!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দিয়েছেন। তিনি এর নাম দিয়েছেন ‘ট্রুথ সোশ্যাল’। নতুন এই প্ল্যাটফর্মটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে বিরোধী মতকে চুপ করিয়ে দিচ্ছে।
ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ টিএমটিজি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্ক ছাড়াও তারা একটি ভিডিও-অন-ডিমান্ড সার্ভিস সাবস্ক্রিপশন চালু করার কথা ভাবছে।
৭০ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম!
মিরাকেলই বলা চলে। ৭০ বছর বয়সে সন্তান জন্মদানের ঘটনা খুব একটা দেখা যায় না। এমন একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে পশ্চিম ভারত। সেখানে ইন ভিট্রো ফার্টেলাইজেশন (আইভিএফ) পদ্ধতির মাধ্যমে বয়স্ক এক দম্পতি সম্প্রতি তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৭০ বছর। গুজরাট প্রদেশের ভুজ শহরের স্ত্রীরোগের বিশেষজ্ঞ ডা. নরেশ ভানুশালি বলেন, জিভুবেন বাল্লাভাই রাবারি তার তত্ত্বাবধানে ছিলেন। আইভিএফ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওই নারী গত ৯ সেপ্টেম্বর একটি ছেলে সন্তানের জন্ম দেন।
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
সিরিয়ায় অবৈধভাবে প্রতিষ্ঠা করা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার ওই হামলা চালানো হয়। কৌশলগত দিক দিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-তানফ এলাকায় মার্কিন সামরিক বাহিনীর ওই ঘাঁটি অবস্থিত। সিরিয়া, ইরাক এবং জর্ডানের অভিন্ন সীমান্ত রয়েছে ওই এলাকায়। এটি পরিপূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল মার্কিন সেনারা।
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
পাকিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে নিরাপত্তা বাহিনীর চার সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ হামলার ঘট্না ঘটে। খবর আল জাজিরার।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল সামাদ খান জানিয়েছেন, আফগানিস্তান সীমান্তবর্তী বাজুর এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে দুই পুলিশ ও দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
এমএসএম/জেআইএম