বান্দরবানে পৌরসভা নির্বাচনকে ঘিরে আগামী ২৮ ডিসেম্বর থেকে পাঁচদিন বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আবু জাফর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে জেলার সব হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ভোটারবিহীন কোনো বহিরাগত বান্দরবান পৌরসভা এলাকায় অবস্থান করতে পারবে না।এদিকে জেলা প্রশাসনের এই চিঠি জারি হওয়ার পর বিপাকে পড়েছে বান্দরবানের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাসহ পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।বান্দরবান হোটেল-মোটেল আবাসিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, শীতের এ ভরা মৌসুমে বান্দরবানে পাঁচদিন হোটেল বন্ধ রাখলে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে।এছাড়াও তিনি নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।সৈকত দাশ/ এমএএস/বিএ
Advertisement