দেশজুড়ে

রাঙ্গামাটিকে আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি প্রার্থীদের

রাঙ্গামাটি পৌরসভাকে সাম্প্রদায়িক সম্প্রীতির পৌরসভা হিসেবে গড়ে তুলে পৌরবাসীকে একটি শান্তিপূর্ণ আধুনিক ও নিরাপদ পৌরসভা উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ মেয়র প্রার্থী। বুধবার সন্ধ্যায় শহরের জিমনেসিয়াম চত্বরে রাঙ্গামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি আয়োজিত ‘মেয়র প্রার্থীদের পরিচিতি ও জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র প্রার্থীরা।সনাক রাঙ্গামাটির সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বর্তমানে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর মধ্যে জেএসএস সমর্থিত মেয়র প্রার্থী গঙ্গা মানিক চাকমা উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে অংশ নেয়া পাঁচ মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের আকবর হোসেন চৌধুরী, বিএনপির সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) রবিউল আলম রবি, জাতীয় পার্টির শিব প্রসাদ মিশ্র ও স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে।অপরদিকে মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, জাতীয় মহিলা পরিষদের রাঙ্গামাটি জেলার সভানেত্রী কনিকা বউয়া, আওয়ামী লীগের ডা. আশুতোষ বড়ুয়াসহ শহরের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।এ সময় উপস্থিত বিভিন্ন ব্যক্তির করা প্রশ্নে উত্তর দেন মেয়র প্রার্থীরা। তারা বলেন, নির্বাচিত হলে রাঙ্গামাটি পৌরসভায় বিদ্যমান যেসব সমস্যা সেগুলোর উত্তরণে কাজ করবেন এবং উন্নয়নে মাস্টার প্লান নিয়ে অগ্রসর হবেন।সুশীল প্রসাদ চাকমা/বিএ

Advertisement