রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের ওপর লেখা ‘একাত্তর আমাদের’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় বইটির মোড়ক উম্মোচন করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি সম্পাদনা করেন আবুল কালাম আজাদ।স্বাধীনতানির্ভর এ বইটিতে ৩০ জন মুক্তিযোদ্ধার স্মৃতিকথা ও রাজশাহী শহরের বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ রয়েছে। রাজশাহীর যে সকল মুক্তিযোদ্ধার নাম প্রকাশ হয়নি তাদের নামের একটি তালিকা আছে। এছাড়া সহ-মুক্তিযোদ্ধাদের নামও আছে বইটিতে।অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হোসেন বাদশা বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও একটি স্বাধীন সংবিধান। ‘একাত্তর আমাদের’ বইটির মোড়ক উন্মোচনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপত্তিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী মহানগর ড. আ. মান্নান ও মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী জেলা ফরহাদ আলী মিঞা।অনুষ্ঠানে প্রফেসর ড. পি এম সফিকুল ইসলামের সঞ্চালনায় ‘একাত্তর আমাদের’ বইটির মোড়ক উম্মেচন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রফেসর মাহবুবর রহমান ও বাংলা বিভাগের সুদীস কুমার।রাশেদ রিন্টু/বিএ
Advertisement