মাটন বা খাসির মাংসের নানা পদ ভোজনরসিকদের রসনা তৃপ্তি মেটায় বিশেষ সব আয়োজনে। তবে খাসির মাংসের একই ধরনের রান্না খেয়ে এর প্রতি অনীহা এসে গেছে। গতানুগতিক খাসির মাংসের সেই স্বাদ বদলাতে রাঁধতে পারেন মাটন রোগান জোশ।
Advertisement
জনপ্রিয় পদটি রেস্তোরাঁয় গিয়ে নিশ্চয়ই খেয়েছেন অনেকে। তবে এর রান্নার নিয়ম জানা না থাকায় বাড়িতে তৈরি করতে পারছেন না। তাদের জন্য আজ থাকছে মাটন রোগান জোশের সহজ আর সঠিক রেসিপি। চলুন জেনে নেওয়া যাক মাটন রোগান জোশের রেসিপিটি-
উপকরণ১.খাসির মাংস ১ কেজি২. পেঁয়াজ কুচি হাফ কাপ৩. দই ১ কাপ৪. আদা বাটা ২ টেবিল চামচ৫. রসুন বাটা ২ টেবিল চামচ৬. বাদাম বাটা ১ চা চামচ৭. কাশ্মিরি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ৮. গরম মসলা গুঁড়া ১ চা চামচ৯. ধনিয়া গুঁড়া ২ চা চামচ১০. হলুদ গুঁড়া আধা চা চামচ১১. জিরা গুঁড়া ১ চা চামচ১২. গোলমরিচের গুঁড়া ১ চা চামচ১৩. লবঙ্গ ৪টি১৪. এলাচ ৪-৫টি১৫. দারুচিনি ৩ টুকরা১৬. লবণ স্বাদমতো১৭. ঘি ২ টেবিল চামচ১৮. তেল আধা কাপ
পদ্ধতিপ্রথমে খাসির মাংসের সঙ্গে পেঁয়াজ ছাড়া সব মসলা মিশিয়ে মেরিনেট করে রাখুন এক ঘণ্টা। এরপর চুলায় কম আঁচে চড়িয়ে দিন এক ঘণ্টার জন্য। এতে বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এবার একটি লোহার কড়াইতে ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। অল্প লাল করে ভাজুন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার রান্না করা খাসির মাংসটা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার মাটন রোগান জোশ।
Advertisement
কেএসকে/জেআইএম