বৃষ্টি-বাদলের আভাস নেই,নেই গুরুগম্ভীর মেঘমালা।বিলের ফুলে আকাশ নীলেতনু-মনে লাগে যে দোলা!
Advertisement
শেষরাতে শীতের আমেজদিনেও নেই গ্রীষ্মের তেজ;সহজ সাজে স্বচ্ছ প্রকৃতিবন-বনানী পুলকিত সতেজ!
ছায়াঢাকা গ্রামগুলোযেন ক্যানভাসে আঁকা ছবি;অনিন্দ্য সুন্দর রমনীয় ধরায়বিস্মিত বাউল-কবি!
শীত-শরতের মাখামাখিএটাই হেমন্তের কার্তিক;বাতাসে দোলে গাছগাছালিসবুজে স্বপ্নময় চারদিক।
Advertisement
আদিগন্ত মাঠে সোনালি আগামীনয়নাভিরাম অপরূপ জ্যোতি।কার্তিকে পুষ্ট আমন ধানবিলে শস্য-সুফলার দ্যুতি।
মরণের পরেও স্বর্গ ছেড়েফিরবো কার্তিকে এ ধরায়;শ্যামল প্রান্তরের স্বর্গসুখেনিশ্বাস নেবো এ বাংলায়!
শুকনো জলাশয়ে চোখ ধাঁধাবেসাদা-বেগুনি পানা ফুলে!পতিত ক্ষেতের আলপথে গিয়েনামহারা ফুল নেবো তুলে!
ধানের শীষে আলতো চুমেমুদবো নয়ন ফসলের মুগ্ধতায়!মাটির অঙ্গ মাটিতে মিশিয়েখাঁটি হবো মাটির মায়ায়।
Advertisement
ঝিরিঝিরি বাতাসে গুনগুনাবোগলুইয়ে চিৎ শুয়ে নৌকায়!পদ্মা-মেঘনা-তিতাসের জলেনেয়ে সিদ্ধ হবো শুদ্ধতায়!
বাউত উৎসবে মাছ ধরবোমেঘনায় গোপালপুরের বিলে!ঘাসের ডগায় মুক্তার শিশিরেমুখ ভেজাবো সাতসকালে!
রূপালি স্রোতের চিকিমিকিতেখুঁজে পাবো সজনীর হাসি!গগনভেদী চিৎকারে বলবোআজও তোমায় ভালোবাসি!
বর্ষা-শীতের মাঝে কার্তিকেউচ্ছ্বাসে উল্লাসে নাচবো;মাছ-ভাতে নিখাদ বাঙালিপনায়উৎসবে আমোদে হারাবো!
গাছের ছায়ায় বন্ধু-আড্ডায়নিমিষেই দিন সারা;মা শাসিয়ে বলবেন রেগেআজ বাড়ি আয় হতচ্ছাড়া!
ঘু-ঘু ডাকা অলস বিকেলেনিঝুম মল্লিকা বনে!রাখালের সাথে সুর মেলাবোহারানো দিনের গানে!
উন্মনা মন হবে ম্রিয়মানভানুর বিদায় বেলায়!মোমের আলোয় প্রিয়ার মুখভাসবে মনের খেয়ায়!
এসইউ/এএসএম