দেশজুড়ে

ভোলায় প্রচারণায় শিশুরা : কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ভোলা পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থীর পক্ষে শিশুরা প্রচারণায় নামায় ওই কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশসহ ৩ হাজার টাকা জরিমানা করেছেন রিটার্নিং অফিসার। বুধবার তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে রির্পোট পাঠানো হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন খান। ভোলা পৌর নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার জানান, যেহেতু বাংলাদেশে শিশু শ্রম নিষিদ্ধ। একই সঙ্গে শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ রয়েছে। তাই এমন অভিযোগ পেয়ে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন জানান, তিনি অন্য এলাকায় প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় এলাকার ৬/৭ বছরের ছেলেরা না বুঝে তার পক্ষে মিছিল করে। ওদের কেউ এ কাজ করতে বলেনি। এটা শিশুদের না বুঝে করা। খবর পেয়ে তিনি নিজে ছুটে এসে ওদের সরিয়ে দেন। এ নিয়ে তাকে জরিমানা করা হয়েছে বলেও স্বীকার করেন তিনি। অমিতাভ অপু/এমএএস/আরআইপি

Advertisement