রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।
Advertisement
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে শুধু উপসর্গেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর একজন ও কুষ্টিয়ার একজন। মারা যাওয়া দুজনই পুরুষ। পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪০ জন, করোনা আক্রান্ত নয় জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন।
Advertisement
রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৯টি নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৭ জনের নমুনা পরীক্ষায় একজনও শনাক্ত হয়নি। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূণ্য দশমিক ৫০ শতাংশ।
ফয়সাল আহমেদ/এমকেআর/এএসএম