খেলাধুলা

রোনালদোর সঙ্গে যুক্ত হলেন শচীন

রোনালদোর সঙ্গে যুক্ত হলেন শচীন

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথ উদ্যোগে ফুটবল উন্নয়নে যুক্ত হয়েছেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার।ক্রীড়া বিষয়ক কোম্পানি স্মাসের সঙ্গে ফুটবল কেন্দ্র স্থাপনের জন্য যৌথ মালিকানার একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন ক্রিকেটের এই কিংবদন্তী। এর সঙ্গে আগে থেকেই যুক্ত আছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিষ্ঠানটি প্রথমবারের মত ফুটবল কেন্দ্র স্থাপন করবে দুবাই ও জেদ্দায়।স্মাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর শচীন বলেন, ‘স্মাসের একজন মেনটর হতে পেরে আমি খুবই আনন্দিত। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আরও বেশি খুশি। আন্তর্জাতিকভাবে ফুটবল হচ্ছে বিশ্বের এক নম্বর খেলা। বিশ্বের যে অনুরাগীর জন্য স্মাসে রোনালদোর বিপরীতে খেলতে পারাটা হবে স্বপ্ন সত্যি হবার মত।’এই প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, মধ্য প্রাচ্যের সর্বত্র ফুটবল অনুরাগীদের অনুশীলন এবং খেলার জন্য গড়ে তোলা হবে এই কেন্দ্র। যে প্রকল্পের জন্য আগামী ছয় মাসের মধ্যে স্মাস ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। ফুটবল খেলার উন্নয়নে কোম্পানিটি আনুমানিক ১৫ কোটি রুপি বিনিয়োগ করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়ার জন্য এই কোম্পানি আগামী জুলাইয়ে সৌদি আরবের জেদ্দায় ৬৫ স্কায়ার ফিটের একটি আর্কেড স্থাপন করবে। দুইমাস পর দুবাইয়ে স্থাপন করা হবে একই রকম আরেকটি আর্কেড।’স্মাস অ্যান্টারটেইনমেন্টের প্রতিষ্টাতা ও সিআইও শ্রিপাল মোরাকিয়া জানান, শুধু ফুটবল নয় রোনালদোর পছন্দের খেলার সবকিছুই এখানে থাকবে। এটি ভারতে সম্প্রসারণের আগে জিসিসি’তে প্রথম সকার সেন্টারটি খুলতে চায় স্মাস। এসব বিষয় নিয়ে অত্র অঞ্চলের বিভিন্ন পার্টনারদের সঙ্গেও আলাপ আলোচনা চলছে বলে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।আরটি/এসকেডি/আরআইপি

Advertisement