দেশজুড়ে

ইউটার্ন নেওয়ার সময় লেগুনার পেছনে ট্রাকের ধাক্কা, নিহত দুই

ময়মনসিংহের ত্রিশালে ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

Advertisement

নিজতরা হলেন-জেলার ভালুকা উপজেলার রান্দিয়া এলাকার নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার আলাউদ্দিনের মেয়ে রিমা আক্তার। নিহত দুজনই পোশাকশ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জাগো নিউজকে দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালের দিকে একটি লেগুনা বগারবাজার এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে একজন মারা যান। অপরজন চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান।

ওসি মাইন উদ্দিন বলেন, ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম

Advertisement