দায়িত্ব অবহেলার অভিযোগে সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, ২৩ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের ছাতকে একটি হত্যা মামলার আসামিকে থানায় জিজ্ঞাসাবাদের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘লাইভে’ প্রচারের ঘটনা ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। শুক্রবার বিকেলে এ ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেলকে) সদস্য করে তদন্ত কমিটি গঠন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। সেই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন প্রমাণিত হওয়ায় ছাতক থানার ওসিকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হত্যা মামলার এক আসামির জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় মঙ্গলবার বিকেলে ছাতক থানার ওসিকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
Advertisement
লিপসন আহমেদ/এসজে/এমএস