খেলাধুলা

শচিনের পর বাংলাদেশের ক্ষুদে লেগস্পিনারের বোলিংয়ে মুগ্ধ ওয়ার্নও

ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকারের পর এবার বাংলাদেশের বরিশাল সদরের ছয় বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদের বোলিংয়ে মুগ্ধ খোদ লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ক্রিকেটে লেগস্পিন মানে এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য। আর সেই লেগ স্পিন সৌন্দর্য কারও হাত ধরে যদি পূর্ণতা পেয়ে থাকে তিনি হলেন ওয়ার্ন। কারও কারও মতে তিনি সর্বকালের সেরা স্পিনারও বটে।

Advertisement

এত বড় কিংবদন্তির প্রশংসা কুড়ানো চাট্টিখানি কথা নয়। তবে সাদিদের বোলিং দেখে ওয়ার্ন চুপ থাকতে পারলেন না। সাদিদের বোলিংয়ের ভিডিও কারও মাধ্যম থেকে পেয়ে নিজের মুগ্ধতা লুকোতে পারেননি তিনি।

নিজের টুইটার অ্যাকাউন্টে সাদিদের বোলিংয়ের ভিডিও আপলোড করে সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা লিখেছেন, ‘ওয়াও! এই ভিডিওটা আমাকে পাঠানো হয়েছে। কত ভালো (বোলিং)। সে কে? অসাধারণ। নিজের কাজ (বোলিং) চালিয়ে যাও।’

ওয়ার্নের সেই পোস্টের নিচে আবার কমেন্ট করেছেন বর্তমান বিশ্বের আরেক তারকা লেগ স্পিনার ভারতের ইয়ুজব্রেন্দ্র চাহাল। তিনিও সাদিদের বোলিংয়ে মুগ্ধ হয়ে ভালোবাসার প্রতীক লাভ ইমোজি দিয়েছেন।

Advertisement

Wow !!! This just got sent to me. How good is this. Who is this ? Just awesome. Keep up the great work. Bowling….. pic.twitter.com/pICQZ6zvFY

— Shane Warne (@ShaneWarne) October 19, 2021

ওয়ার্ন-চাহালের আগে গত ১৪ অক্টোবর শচিন টেন্ডুলকার সাদিদের বোলিংয়ের ভিডিওটি আপলোড করে লিখেছিলেন, ‘ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেলাম। এটি অসাধারণ। খেলাটির জন্য এই ছোট্ট ছেলেটির ভালোবাসা ও প্যাশন এখানে সুস্পষ্ট।’

এর আগে গত ১০ অক্টোবর সিরাজুল ইসলাম শুভ নামের বাংলাদেশের এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি নিজের প্রোফাইলে আপলোড করেন। সেখানে তিনি ক্ষুদে স্পিনারের জবানিতে লিখেন, 'এখন অনুশীলনের সময়। আমি প্রতিদিনই শিখছি।'

অবশ্য এরও আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস নিজের ফেসবুক পেজে একই ছেলের বোলিংয়ের অন্য আরেকটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘নিখাঁদ প্রতিভা। ছেলেটির নাম সাদিদ। তার বয়স ৬। বরিশালে তার বাড়ি। আশ্চর্যজনক প্রতিভা।’

Advertisement

এসএস/এমএস