মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
২০ অক্টোবর ২০২১, মঙ্গলবার। ০৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা১৭৯৮- মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম জনতা দখলদার ফরাসি সেনাদের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল। এতে ছাত্রসহ প্রায় ৩ হাজার মানুষ শহীদ হয়।১৮২৭- ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্সের সঙ্গে ওসমানীয় খেলাফতের মধ্যে সমুদ্রযুদ্ধ সংঘটিত হয়।১৮৫৪- অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।১৯৯৬- অন্ধ্র প্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায়। এতে প্রায় ২০০ জন মারা যায়।
জন্ম ১৭৮৬- বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ ফেলিক্স কেরি। ১৮৫৯- বাঙালি পণ্ডিত ও বাংলা শব্দকোষ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ১৮৭১- বাঙালি কবি, গীতিকার ও গায়ক অতুলপ্রসাদ সেন। তাঁর মৃত্যু ২৬ আগস্ট ১৯৩৪ সালে। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষের বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। একজন সংগীতবিদও ছিলেন। তাঁর রচিত গানগুলোর মূল উপজীব্য দেশপ্রেম, ভক্তি ও প্রেম। ১৮৯১- নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক।১৯৩৯- বাঙালি কবি ওমর আলী। তাঁর মৃত্যু ৩ ডিসেম্বর ২০১৫ সালে। ষাটের দশকের একজন বাঙালি রোমান্টিক কবি হিসেবে তিনি পরিচিত। তিনি প্রেমের কবিতাসমূহের জন্য বিখ্যাত। ১৯৬৭- বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলী।
Advertisement
মৃত্যু ১৯৮৯- ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক স্যার জন অ্যান্থনি কোয়েল। ১৯৯২- চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির। ২০১২- ভাষা সৈনিক অলি আহাদ।
দিবস বিশ্ব পরিসংখ্যান দিবস। বিশ্ব অস্টিওপরোসিস দিবস।
কেএসকে/এসইউ/এমএস
Advertisement